Header Ads Widget

Technical Knowledge KMOG

Ticker

6/recent/ticker-posts

প্রসেসর দীর্ঘদিন ব্যবহার করলে কি তার গতি কমে যায়?

ছবি: একটি কোয়ার্টজ ক্রিস্টালের ডিপ মডিউল প্যাকেজ।

প্রসেসরের গতি নির্ভর করে ক্লক সাইকেলের উপর। কম্পিউটার সিস্টেমের সকল কাজের সমন্বয় সাধনের জন্য প্রসেসরের ক্লক সাইকেল কাজ করে থাকে। ক্লস সাইকেল যত কমতে থাকবে কম্পিউটারের গতিও তত কমতে থাকবে।

প্রসেসরের এই ক্লক সাইকেল তৈরি হয় ক্রিস্টাল অসিলেটরের মাধ্যমে। এগুলো হলো এমন কিছু পদার্থ যেসব পদার্থে আনবিক তাপ চাপের কারণে বৈদ্যুতিক আধান তৈরি হয়। এই সকল পদার্থ ক্ষয়ে পড়তে পারে নানা কারণে। বায়ুমণ্ডলীয় বা রাসায়নিক দূষণ (একদম সহজ উদাহরণ সিগারেটের ধোঁয়া), সার্কিটের সংযোগস্থলের দীর্ঘ ব্যবহার এবং ইত্যাদি কারণে এইসকল পদার্থ ক্ষয়ে পড়ে বা এদের বৈদ্যুতিক আধান ক্রমশ কমতে থাকতে। বৈদ্যুতিক আধান কমতে থাকলে পদার্থগুলো বৈদ্যুতিক কম্পন বা ইলেক্ট্রনিক অসিলেশন কমতে থাকতে। তখন এই পদার্থগুলির উপর নির্ভরশীল ক্লক সাইকেলও কমে যায়।

তবে ক্রিস্টাল অসিলেটরের ক্ষয়ে পড়ার হার খুবই ধীর গতির হয়। সাধারণ ব্যবহারে দশ বছরে যে ক্ষয় হবে সেটি আসলে ঠিক সেভাবে কম্পিউটারের গতির উপর তেমন প্রভাব ফেলতে পারবে না।

তবে আমরা কিন্তু দেখি যে এক দুই বছর ব্যবহারের পর কম্পিউটারের গতি কমে যেতে। এটা কেন হয়?

এটা হয় কারণ প্রসেসরের উপর সে হিট সিংক থাকে সেটাতে ময়লা জমার কারণে। হিট সিংক প্রসেসরকে ঠান্ডা রাখে। হিট সিংকে এবং হিট সিংকের ফ্যানে ময়লা জমে গেলে হিট সিংক প্রসেসরকে আগের মত ঠান্ডা রাখতে পারে না। ফলে প্রসেসরের গতি কমে যায়। এছাড়া হিট সিংক আর প্রসেসরের সংযোগস্থলের থার্মাল পেস্টও প্রসেসরের গতি কমিয়ে দিতে পারে। দুই নাম্বার থার্মাল পেস্ট প্রসেসরের গরমে শুকিয়ে যায়। ফলে প্রসেসর থেকে তাপ হিট সিংকে যেতে পারে না।

আপনার কম্পিউটারের ক্যাশ মেমোরিও প্রসেসরের গতি কমিয়ে দিতে পারে। পৃথিবীর সকল প্রসেসর একবারে একটা কাজ করতে পারে। বিভিন্ন রকম হার্ডওয়্যার ও সফটওয়্যার সল্যুশনের মাধ্যমে প্রসেসরের মাল্টিপ্রসেসিং ও মাল্টিথ্রেডিং করা যায়। ফলে একই সময়ে প্রসেসর অনেকগুলো কাজ করতে পারে। এখন আপনার কম্পিউটারের ক্যাশ মেমোরিতে যদি অনেক তথ্য জমা হয়ে থাকে তখন এই তথ্যগুলোর প্রসেসিং নিয়ে প্রসেসরকে ব্যস্ত থাকতে হয় আবার ক্যাশ মেমোরি দখল করে রাখার কারণে প্রসেসর অন্য প্রসেসকে ক্যাশে জায়গা দিতে পারে না। ফলে প্রসেসরের গতি কমে যায়। অধিকাংশ ক্ষেত্রে এটাই প্রসেসরের গতি কমিয়ে দেয়ার অন্যতম কারণ হয়ে থাকে।

এখন আপনার প্রশ্নের সোজা উত্তর হচ্ছে, হ্যা দীর্ঘদিন ব্যবহার করলে প্রসেসরের গতি কমে যায়। কিন্তু এই কম গতি মানুষের পক্ষে অনুধাবন করা সম্ভব না। সাধারণত কম গতি যেটা আমরা বুঝতে পারি, সেটা অধিকাংশ ক্ষেত্রেই প্রসেসরের গতি কমার কারণে হয় না, এটা হয় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রসেস আর ক্যাশ মেমোরির অপ্রয়োজনীয় দখলের কারণে।

Post a Comment

0 Comments