কম্পিউটরের মাউস পয়েন্টার বাম দিকে হেলে থাকে, কারন এটা একটি ডিফল্ট সেটিং, এই বামপন্থি মাউস পয়েন্টার কেউ পছন্দ নাও করতে পারে, যেমন আপনি । আপনার পছন্দসই সেটিং এ নিতে বা ডানদিকে হেলে থাকা মাউস পয়েন্টার নিতে আপনাকে মাউস পয়েন্টার প্রোপার্টিতে আসতে হবে, সেটা করতে সেটিংস অপসন> ইজি অফ এক্সেস>করসার এন্ড পয়েন্টার>এডিশনাল মাউস সেটিং এতসব পথ ধরে যেতে হবে । বেশ ঝামেলার । ঝামেলার হলেও এখানেই মাউস পয়েন্টার,কারসর এর অনেক কাস্টোমাইজ অপশন পাবেন ।
আশাকরি এখন পয়েন্টারকে ডানপন্থি বা মধ্যপন্থিতে রুপান্তর করতে পারবেন ।
আর অল্প কিছুদিন পর মাউস অবসরে যাবে, তার সাথের অনেকেই যেমনটা গেছে । এখন দিন ম্যাজিক ট্রাকপ্যাডের, টাচ স্ক্রিন,ফিন্গার টিপস,ভয়েজ কমান্ডের ।
0 Comments