Header Ads Widget

Technical Knowledge KMOG

Ticker

6/recent/ticker-posts

কম্পিউটরের মাউস পয়েন্টার বাম দিকে হেলে থাকে কেন? সোজা থাকলে কোনও অসুবিধা হতো কি?

কম্পিউটরের মাউস পয়েন্টার বাম দিকে হেলে থাকে, কারন এটা একটি ডিফল্ট সেটিং, এই বামপন্থি মাউস পয়েন্টার কেউ পছন্দ নাও করতে পারে, যেমন আপনি । আপনার পছন্দসই সেটিং এ নিতে বা ডানদিকে হেলে থাকা মাউস পয়েন্টার নিতে আপনাকে মাউস পয়েন্টার প্রোপার্টিতে আসতে হবে, সেটা করতে সেটিংস অপসন> ইজি অফ এক্সেস>করসার এন্ড পয়েন্টার>এডিশনাল মাউস সেটিং এতসব পথ ধরে যেতে হবে । বেশ ঝামেলার । ঝামেলার হলেও এখানেই মাউস পয়েন্টার,কারসর এর অনেক কাস্টোমাইজ অপশন পাবেন ।

আশাকরি এখন পয়েন্টারকে ডানপন্থি বা মধ্যপন্থিতে রুপান্তর করতে পারবেন ।

আর অল্প কিছুদিন পর মাউস অবসরে যাবে, তার সাথের অনেকেই যেমনটা গেছে । এখন দিন ম্যাজিক ট্রাকপ্যাডের, টাচ স্ক্রিন,ফিন্গার টিপস,ভয়েজ কমান্ডের ।


Post a Comment

0 Comments