ইন্টারনেট হচ্ছে কন্টেন্ট এবং আপনার ডিভাইস মধ্যে সংযোগকারী পথ। এটির মাধ্যমে বিশ্বের এক প্রান্তের সাথে আরেক প্রান্ত সংযুক্ত থাকে।
কন্টেন্ট সংরক্ষিত থাকে সার্ভারে। আমরা বিশ্বের বিভিন্ন দেশের কন্টেন্ট দেখতে পারি নির্দিস্ট এড্রেস ব্যাবহার করে ইন্টারনেট নামক বিশ্ব বিস্তৃত পথের মাধ্যমে। এই পথ আমাদের বিভিন্ন ডাটা সেন্টার / সার্ভার এর সাথে যুক্ত রাখে। আপনি যখন আপনার ডিভাইস থেকে কোনো কিছু অনুসন্ধান করেন তখন আপনি যে পথ এর মাধ্যমে কন্টেন্ট এর নিকট পোঁছান। ইন্টারনেট আলাদাভাবে সংরক্ষন সম্ভব নয় । চাইলে আপনি কন্টেন্ট সংরক্ষন করতে পারবেন কিন্তু এর পথ কে নয় ।
ছবি: Google.com
0 Comments