কম্পিউটার সম্পর্কে আপনি এমন কী জানেন যা বেশিরভাগ লোকেরা জানে না?
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্যঃ
প্রথম ধাপঃ
প্রথমে আপনি আপনার কম্পিউটারের Command Prompt অপশনে চলে যান নিম্নোক্ত কী লিখে Enter চাপুন।
pkgmgr /iu:"TelnetClient"
যদি আপনার কাছে এডমিনিশট্রেশন পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড দিয়ে ওকে করুন।
দ্বিতীয় ধাপঃ
তারপর নিম্নোক্ত কী লিখে Enter চাপুন, রিফ্রেশ লাগলে রিফ্রেশ করুন।
telnet Towel.blinkenlights.nl
লিনাক্স ও ম্যাক ব্যবহারকারীদের জন্যঃ
আপনর কম্পিউটারে Star Wars ASCII movie রান করুন। এবং টারমিনাল এপ চালু করুন। এবং নিম্নোক্ত কী লিখে Enter চাপুন।
telnet towel.blinkenlights.nl
অথবা আপডেট ভার্সনের জন্য এটা লিখে ওকে করুন।
nc towel.blinkenlights.nl 23
এবার খেলা দেখুন, মজা নিতে থাকুন। নিজেদের কম্পিউটারে করে দেখুন।

0 Comments