হ্যা, কিছু ক্ষেত্রে করা যায় তবে দেখতে হবে গতি কমে যাওয়ার জন্য দ্বায়ী কি কি সফটওয়্যার ঢুকেছে l যদি restoration date ফিক্স হয়ে থাকে আগে যে সময়ে গতি উন্নত ছিলো সেই date এ সিস্টেম রিস্টোর করে নিন l এতে কিছু সফটওয়্যার পরবর্তী সময়ে যেগুলো ইনস্টল করেছিলেন সেগুলো আর থাকবে না l
C পার্টিশন টা দেখুন l যদি অনেক তথ্য যেমন সিনেমা গান ভিডিও সঞ্চিত থাকে তাহলে সেগুলোকে অন্য পার্টিশন এ মুভ করে ফেলুন বা ডিলিট করে দিতে পারেন l
ডিভাইস ম্যানেজার এ গিয়ে defragment করে নিন l এতে কিছুটা গতি বাড়বেই l ও এস কি অরিজিনাল না pyrated? যদি অরিজিনাল হয় তবে আপডেট করতে পারেন l এন্টিভাইরাস কিছু ইনস্টল করা আছে অথচ সাবস্ক্রিপশন করেন নি মানে ফ্রি ব্যবহার করছেন তাকে কিনে নিন l তারপর আপডেট করুন l তবে ও এস অরিজিনাল মানে কেনা থাকলে এন্টিভাইরাস এর বিশেষ প্রয়োজন হয় না যদি ইন্টারনেট এ কাজ করেন l
0 Comments