Header Ads Widget

Technical Knowledge KMOG

Ticker

6/recent/ticker-posts

আপনার কি মনে হয় স্কুল কম্পিউটারে উইন্ডোজ না লিনাক্স থাকা উচিত? Windows vs Linux Operating System!

আপনার কি মনে হয় স্কুল কম্পিউটারে উইন্ডোজ না লিনাক্স থাকা উচিত?




একটা ব্যাপার একটু পরিষ্কার করে নিই, লিনাক্স নিজে কিন্তু কোন অপারেটিং সিস্টেম নয়। লিনাক্স একটি কার্নেল। প্রতিটি অপারেটিং সিস্টেমেরই কার্নেল থাকে। উইন্ডোজের কার্নেল হচ্ছে "এন্টি", ম্যাকওএস এর কার্নেল হচ্ছে "এক্সএনইউ (ডারউইন)"। একই ভাবে অ্যান্ড্রয়েডের কার্নেল হচ্ছে লিনাক্স। শুধু অ্যান্ড্রয়েড নয়, বরং উবুন্টু, রেডহ্যাট, ফেডরা প্রভৃতি অপারেটিং সিস্টেমের কার্নেল হচ্ছে লিনাক্স। লিনাক্স দিয়ে হাজার হাজার অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে এবং হচ্ছে। তাই এই সব অপারেটিং সিস্টেমকে বলা হয় "লিনাক্স নির্ভর অপারটিং সিস্টেম"। আমি এখানে যা আলোচনা করব তার সবকিছুই "লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম" নিয়ে। পাঠকের সুবিধার জন্য আমি সকল "লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম" নিয়ে কথা না বলে এই মুহুর্তে বিশ্বের জনপ্রিয় লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম "উবুন্টু" নিয়ে বলব।

স্কুল কম্পিউটার এ আমার মতে উবুন্টু থাকা উচিত। কারণ -

  • স্কুল কম্পিউটারগুলোতে যে উইন্ডোজ ব্যবহার করা হয় সেগুলো পাইরেটেড (ক্র্যাক-ফ্র্যাক করা, মানে চোরাই)। শুধু উইন্ডোজ নয়, যে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলোও চোরাই। পৃথিবীর সবচেয়ে বোকা লোকটাও বুঝবে যে স্কুলের শিক্ষার্থীদের চোরাই সফটওয়্যার ব্যবহার করতে শেখানো মোটেই সুশিক্ষার মধ্যে পড়ে না। আর যাই হোক স্কুলে গিয়ে প্রাতিষ্ঠানিকভাবে চুরি-বিদ্যা শেখানো অধর্মের পর্যায়ে পড়ে। সেদিক থেকে উবুন্টুতে এই ঝামেলা নেই। বিনামূল্যের সফটওয়্যার হওয়াতে এটি ব্যবহারে আইনগত কোন বাধা নেই। তাছাড়া এতে কাজের সকল সফটওয়্যার দিয়ে দেয়াই থাকে।

  • স্কুল কম্পিউটারগুলোর হার্ডওয়্যার বেশিরভাগ সময়ই থাকে পুরনো। সাম্প্রতিকতম উইন্ডোজের কোন সংস্করণ ব্যবহার করতে গেলে হার্ডওয়্যার আপগ্রেড করতে হবে। যেটা বেশ খরচের ব্যপার। যে কারণে দেখা যায়, স্কুলগুলোতে পুরনো হার্ডওয়্যারে পুরনো উইন্ডোজ চলছে। উবুন্টু ব্যবহার করলে সেই সমস্যা হবে না। পুরনো হার্ডওয়্যারেই লেটেস্ট অপারেটিং সিস্টেম চালানো সম্ভব হবে।

  • স্কুল কম্পিউটারগুলোতে উইন্ডোজ থাকার ফলে অ্যান্টিভাইরাস কিনতে হয়। উবুন্টু ব্যবহার করলে অ্যান্টিভাইরাসের ঝামেলা নাই।

  • উবুন্টু খুবই সোজা। উবুন্টু ব্যবহার করার জন্য কাউকে যা জানতে হবে সেটা হল মাউস ও কিবোর্ডের ব্যবহার। মাউস ও কিবোর্ডের ব্যবহার জানলে যে কেউই সহজে উবুন্টু ব্যবহার করতে পারবে - সেটা যে ক্লাসেরই শিক্ষার্থীই হোক না কেন।

  • "কম্পিউটার দিয়ে কী করা যায়" আর "কম্পিউটারকে দিয়ে কী করানো যায়" - দুটো আলাদা বিষয়। উবুন্টু কিংবা যে কোন লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম ব্যবহার করলে শিক্ষার্থীরা দ্বিতীয় বিষয়টির প্রতি উৎসাহিত হবে। ফলে কম্পিউটার তাদেরকে নয় বরং তারাই কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে।

Post a Comment

0 Comments