অটো রিফ্রেশ কী বা কীভাবে কাজ করে ?
রিফ্রেশ করলে কি সিস্টেম ফাস্ট হয়ে যায়?
Auto Refresh on PC |
যে স্ক্রিন টা দেখতে পাচ্ছেন, রিফ্রেশ করলে সেই স্ক্রিন টা আর একবার তৈরী করে উইন্ডোস। তার ফলে আরো রিসোর্স অর্থাৎ আরো বেশি RAM এবং আরো বেশী করে CPU ব্যবহার হয় যার ফলে কম্পিউটার কিছুক্ষনের জন্য স্লো হয়ে যায়। তাই অটো রিফ্রেশ যদি সেটআপ করা হয় তাতে কম্পিউটার অনেক স্লো কাজ করতে থাকবে।
0 Comments